Monday, August 25, 2025

ছবিটা একবার ভাবুন। সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলের পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।

ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।

১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।

ইনিংসে ৮ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে অ্যালেক্স ক্যারির

 

ছবিটা একবার ভাবুন। সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলের পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।

ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।

১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version