বসন্তের উষ্ণতায় উধাও শীতের আমেজ, ১১ জেলায় বৃষ্টির সতর্কতা!

বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

ফাল্গুনের প্রথম দিনে প্রকৃতি জুড়ে বসন্তের আমেজ। হালকা কুয়াশা ঢাকা সকালে কোকিলের ডাক ঋতু পরিবর্তনের ঘোষণা করে গেল। যদিও বাঙালির প্রেম দিবসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে আজ রাজ্যের ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা তো বটেই, পার্শ্ববর্তী শহরতলিতেও হালকা বৃষ্টি (Rain Alert) হতে পারে । পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, মালদহ এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকেত। সকাল থেকে সেভাবে বৃষ্টির খবর না এলেও বেলা যত এগোবে ততই আকাশে মেঘ বাড়বে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ভোরের দিকে পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা।বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

Previous articleজয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের নজির ছেলেদের, টপার লিস্টে নেই কোনও ছাত্রী!
Next articleঅশান্তি এড়াতে সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা জারি !