Thursday, August 28, 2025

জোটের অঙ্কে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ, জেলই ঠিকানা ইমরানের

Date:

নির্দল হিসেবে লড়াইয়ে নেমে সকলকে চমকে দিল প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না ইমরান খানের। এদিকে প্রবল জলঘোলা হওয়ার পর অবশেষে পাকিস্তানের যে নতুন সরকার আসতে চলেছে তার প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এই জোটের অঙ্কেই পাকিস্তানে গঠিত হচ্ছে নয়া সরকার। পাশাপাশি এই নবনির্বাচিত সরকারকে বাইরে থেকে সমর্থন করবে পিপিপি৷ তেমনই শোনা গিয়েছে৷

প্রতিবেশী দেশ থেকে যে তথ্য প্রকাশ্যে আসছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে রাজি নন নওয়াজ শরিফ। দাবি করা হচ্ছে, তাঁর নেতৃত্বে সে দেশের সেনবাহিনী ততটা আত্মবিশ্বাসী থাকতে পারবে না৷ সেই কারণেই নওয়াজ শরিফ পাকিস্তান সরকারের দায়িত্ব গ্রহণ করছেন না৷ যার ফলে প্রধানমন্ত্রী পদে বসছেন শাহবাজ। পাশাপাশি,নওয়াজ শরিফের কন্যা মরিয়ম শরিফ হতে চলেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ এছাড়া পিপিপি দলের প্রধান আসিফ আলি জরদারি প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন এবং জরদারির পুত্র বিলাওয়াল ভু্ট্টো-জরদারি জাতীয় অ্যাসেম্বলিতে থাকবেন৷ কথা আছে, বুধবার আসিফ আলি জরদারি ও শাহবাজ শরিফ লাহোরে একটি মিটিংয়ে বসেন৷ সেখানে বিস্তারিত কৌশল আলোচনার পর সরকার গঠন করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন৷

উল্লেখ্য, ৩৩৬ আসন বিশিষ্ট পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯ টি আসন। তবে কোন দলই সেই সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারেনি। ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা একশোর বেশি আসন পেলেও, ইমরানকে রুখতে জোটের পথে নামে নওয়াজ শরিফরা।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version