Wednesday, November 5, 2025

‘হার্ডডিস্ক বদল করেছে ইডি’, এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর

Date:

Share post:

ইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তামিলনাড়ুর প্রাক্তন পরিবহন মন্ত্রী ভি সেন্থিল বালাজি। বেআইনি লেনদেনের অভিযোগে ৬ মাস ধরে জেলবন্দি প্রাক্তন এই মন্ত্রীর অভিযোগ, এই মামলায় ডিজিটাল প্রমাণে পরিবর্তন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালাজির আইনজীবী আদালতে তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়ে বলেন, ইডি এইচ পি ব্র্যান্ডের হার্ডডিস্ক থেকে ডাটা স্যুইচ করেছে যা সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে অথচ একটি সিগেট হার্ডডিস্ক আদালতে পেশ করা হয়। স্বাভাবিকভাবেই বাজেয়াপ্ত করা জিনিসগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

বালাজির জামিনের পক্ষে যুক্তি দিয়ে তাঁর আইনজীবী আরও বলেন, “ডিজিটাল প্রমাণের ব্র্যান্ড যেমন পেন ড্রাইভ এবং হার্ডডিস্ক বাজেয়াপ্তের তালিকায় রেকর্ড করা এবং আদালতে পেশ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।” আইনজীবী সুন্দরম যুক্তি দেন যে, ইডি নিজেদের মতো করে প্রমাণ তৈরি করেছে এবং অভিযোগ করেছে পেনড্রাইভ এবং হার্ড ডিস্কের ফাইলগুলি ২০১৫ সালে তৈরি করা হয়েছিল তবে ২০২২ সালে তা সংশোধন করা হয়েছিল। প্রাথমিকভাবে, পেনড্রাইভে ২৮৪টি ফাইল রয়েছে বলে রিপোর্ট করা হয়েছিল। ফোল্ডার ছিল, কিন্তু এই সংখ্যাটি পরে ৪৭২-এ পরিবর্তন করা হয়েছে, ফরেনসিক বিশ্লেষণে স্পষ্ট যে নাজেয়াপ্ত করার পরে, কিছু ফাইল মুছে ফেলা হয়েছিল এবং নতুন ফাইল যুক্ত করা হয়েছিল। আদালতে আইনজীবী যুক্তি দেন যে প্রাথমিক প্রমাণ, এবং বর্ধিত ভাবে ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে সমস্ত প্রমাণ অবশ্যই সন্দেহভাজন হিসাবে বিবেচিত হবে। জামিনের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, তদন্ত এখন সম্পূর্ণ হওয়ায় এবং বালাজি আর মন্ত্রী হিসাবে কাজ করছেন না ফলে ইডির এই দাবির কোনও ভিত্তি নেই যে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। অবশ্য ইডির পাল্টা বক্তব্য না শুনে এখনই জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিচারপতি।

spot_img

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...