Sunday, November 16, 2025

আপাতত পাঞ্জাব যাচ্ছেন না: কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েও ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

কৃষক আন্দোলনের পাশে আছেন। তবে, আপাতত পাঞ্জাব (Punjab) সফরে যাচ্ছেন না। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ”কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।”

২১  ফেব্রুয়ারি পাঞ্জাব যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে আপ (AAP) সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও দেখা করে বৈঠক করার ছিল তাঁর। বুধবার সেকথা জানিয়েছিলেন মমতা। কিন্তু এদিন তিনি নিজেই জানান আপাতত সফর বাতিল। অধিবেশন থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এমন একটা সরকার চলছে যারা পাকিস্তানকেও হার মানিয়ে দিয়েছে। দিল্লিতে এখন ব্ল‍্যাক গভর্মেন্ট চলছে। বিজেপি হাসছে, আর দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। কৃষকরা আন্দোলন করছে, আর দেশের সরকার পেরেক পুঁতে বেড়াচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।“

পাঞ্জাবের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আগেই X হ্যান্ডলে পোস্ট করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার, কৃষকদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেছিলেন তিনি। এদিনও বিধানসভায় দাঁড়িয়ে কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দিল্লির ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে এখনই পাঞ্জাব যাচ্ছেন না।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version