Friday, November 14, 2025

কূটনৈতিক সাফল্যের পর কাতার সফরে মোদি, প্রধানমন্ত্রী থানির সঙ্গে বৈঠক

Date:

Share post:

মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিককে মুক্ত করার পর বৃহস্পতিবার কাতার সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকও করলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির কাতার সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘ দিন ধরে কাতারের জেলে বন্দি ছিলেন ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিক। কাতার আদালত তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে মোদির কাতার সফরের আগেই সেখানকার প্রশাসন গত ১২ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় ওই ৮ জনকে। বিরাট এই কূটনৈতিক সাফল্যের পর প্রধানমন্ত্রীর এই সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি-থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। দোহার আমিরি দিওয়ানে মোদির সম্মানে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন থানি। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার কাতারের সঙ্গে ৭টি চুক্তি সাক্ষরিত হয় ভারতের। এরপর দ্বিতীয়বার কাতার সফরে গেলেন মোদি।

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...