Thursday, January 22, 2026

উচ্চমাধ্যমিকে পরীক্ষকদের মোবাইলেও নিষেধাজ্ঞা জারি সংসদের

Date:

Share post:

আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চ মাধ্যমিকে বাড়ল এক লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬ লক্ষ ৮৫ হাজার। গতবারের তুলনায় এক লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী বেড়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক ।
তার আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ৭ লাখ ৯০ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষাকেন্দ্রে। সমস্ত ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই। মাথা ঠান্ডা রেখে শান্ত মনে নিজের সাধ্য মতো পরীক্ষা দিন। পরীক্ষা খুব ভালো হোক সকলের।
প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর লিখতে হবে। মূলত উত্তরপত্রে এই সিরিয়াল নম্বর লিখতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র থাকবে কিউআর কোড বা বারকোড। বিভিন্ন জায়গাতেই থাকবে এই কোডের ব্যবহার। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এদিকে এক বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, পরীক্ষার হলে যেই মুহূর্তে কারওর কাছে মোবাইল ধরা পড়বে সেই মুহূর্তে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ওই পরীক্ষার্থী এই বছর আর কোনও পরীক্ষাই দিতে পারবে না। তবে শুধু পরীক্ষার্থীরাই নয়, পরীক্ষার হলে সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজ়ার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...