লোকসভা নির্বাচনের আগেই বিরোধী শিবিরকে তছনছ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। লাগাতার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের পাশাপাশি এবার কংগ্রেসকে আর্থিকভাবে কোনঠাসা করতে তৎপর হল কেন্দ্রের আয়কর বিভাগ। নির্বাচনের আগে ফ্রিজ করে দেওয়া হল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কংগ্রেসের কোষাধ্যাক্ষ অজয় মাকেন অভিযোগ করলেন কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের ২১০ কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানেক অভিযোগ করেন, ক্রাউডফান্ডিং করে দলের অ্যাকাউন্টে যে অর্থ জমা পড়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা আর ব্যবহার করা যাচ্ছে না। কোনও কারণ ছাড়াই যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালই এই বিষয়টি জানা গিয়েছে। বাদ যায়নি যুব কংগ্রেসের অ্যাকাউন্টও। আয়কর দফতর আরও জানিয়েছে ২০১৯ সাল থেকে বিপুল কর বকেয়া রয়েছে। কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে তার পরিমাণ ২১০ কোটি টাকা।

পরিস্থিতি এতটাই গুরুতর যে দলের মধ্যে দেউলিয়া পরিস্থিতি তৈরি হয়েছে। মাকেন জানান, “একটা টাকাও খরচ করার মতো অবস্থা নেই। ইলেকট্রিক বিল, দলীয় কর্মীদের বেতন- কিছুই দেওয়া যাচ্ছে না। শুধু ন্যায় যাত্রা নয়, দলের সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে।” দলের অভিযোগ, এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগে যাতে দলের সমস্ত আর্থিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া যায়। তিনি আরও জানান, এটা কোনও নির্বাচনী বন্ড নয়, এইটাকা এসেছিল দলের ক্রাউড ফান্ডিং থেকে। নির্বাচনের আগে এই ধরনের পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বশত।
