অশ্বিনের ভুলে ব্যাট করতে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১০২-তম ওভারে। ইংল্যান্ডের বোলার রেহান আহমেদের ডেলিভারি কভারের দিকে ঠেলে রান নিতে যান অশ্বিন।

রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে টিম ইন্ডিয়া। তবে তার আগেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড টিম। তাও আবার রবিচন্দ্রন অশ্বিনের কারণে। হ্যাঁ ঠিকই শুনছেন। শুক্রবার সকালেই আউট হন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। তারপর দলকে টানেন অশ্বিন-ধ্রুব জুরেল । সেই সময় ঘটে বিপত্তি। পিচের ভুল জায়গা দিয়ে দৌড়ান অশ্বিন। পিচের মাঝখান দিয়ে দৌড়ান তিনি। যে অঞ্চল দিয়ে দৌড়নো নিষিদ্ধ, বাইশ গজের সেই সংরক্ষিত এলাকা দিয়েই দৌড়ান ভারতের ব্যাটার অশ্বিন। তার খেসারতও গুনতে হল ভারতীয় দলকে।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১০২-তম ওভারে। ইংল্যান্ডের বোলার রেহান আহমেদের ডেলিভারি কভারের দিকে ঠেলে রান নিতে যান অশ্বিন। কিন্তু নন স্ট্রাইকার্স এন্ডে দাঁড়ানো ধ্রুব জুড়েল ফিরিয়ে দেন অশ্বিনকে। তিনি রান নিতে অস্বীকার করেন। সেই সময়ে পিচের মাঝখান দিয়ে দৌড়ান অশ্বিন। ফিল্ড আম্পায়ার কথা বলেন অশ্বিনের সঙ্গে। তারপরেই তিনি ৫ রান পেনাল্টির নির্দেশ দেন। যার ফলে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তখন তাঁরা ৫ রান স্কোর বোর্ডে নিয়েই নামবে। অর্থাৎ, ভারত যে রানই করুক তার থেকে ৫ রান কম করলেই ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলবে।অশ্বিন অবশ্য আম্পায়ারের এহেন সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তিনি আম্পায়ারের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তাও বলেন। কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleআজ কী ঘটেছিল জানেন?
Next article২১০ কোটি ‘কর বাকি’! কংগ্রেসের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল আয়কর বিভাগ