Thursday, August 28, 2025

দেশের অন্যতম বৃহৎ বিমানবন্দরের পরিকাঠামোয় এত বড় ফাঁক! মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে মৃত্যু হল আমেরিকার বাসিন্দা এক বৃদ্ধের। ঘটনার চারদিন পরে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করল এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের বিজ্ঞপ্তিতেই গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের পরিষেবার ঘাটতির কথা জানানো হল, যা দেশের অগ্রগতির ছবির কার্যত উল্টো ছবি তুলে ধরে।

১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক-মুম্বই বিমানে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ৮০ ঊর্ধ্ব এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। স্ত্রীকে হুইলচেয়ারে নিয়ে ইমিগ্রেশনের দিকে গিয়ে নিজের জন্য হুইলচেয়ার চান তিনি। বিমানবন্দরের কর্মীরা তাঁকে অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি অপেক্ষা না করেই এগিয়ে যান এবং অসুস্থ হয়ে পড়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলে সেই পথেই তাঁর মৃত্যু হয়।

আমেরিকার বাসিন্দা ওই ব্যক্তি এয়ার ইন্ডিয়ার যাত্রী ছিলেন। শুক্রবার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় বিমান সংস্থার তরফে। পাশাপাশি তাঁরা তাঁদের বিজ্ঞপ্তিতে দাবি করেন বিমানবন্দরে হুইলচেয়ারের সংখ্যা কম ও প্রচুর চাহিদা থাকায় সেদিন ওই আমেরিকান বৃদ্ধকে হুইলচেয়ার দেওয়া সম্ভব হয়নি। দেশের বাণিজ্য রাজধানী মুম্বই। দিল্লি ছাড়া দেশের অন্য অনেক বিমানবন্দরেই অনেক বিমান অবতরণ করে না যা মুম্বাইতে করে। চাহিদা ও প্রয়োজনীয়তার দিক থেকে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই যদি পরিষেবার অভাবে বিদেশি নাগরিকদের মৃত্যুর মুখে পড়তে হয়, তবে তা দেশের অর্থনীতি ও সম্মান কোনওটার পক্ষেই লাভজনক না।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version