Friday, January 9, 2026

দ্রাবিড়-জয় শাহ’দের কথা শুনলেন না ঈশান, খেললেন না রঞ্জি ম্যাচ

Date:

Share post:

ঈশান কিষাণ আছেন ঈশান কিষাণেই। শুনলেন না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ-এর কথা। বোর্ডের তরফ থেকে ঈশানকে রঞ্জিট্রফি খেলতে বলা হয়েছিলো। কিন্তু সেই কথাকে পাত্তাই দিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। আজ থেকে শুরু হয়েছে, রঞ্জির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি। সেই ম্যাচে নামলেন না ঈশান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের দলে রাখা হয়েছিল ঈশানকে। সেই সিরিজের প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি দলকে জানান যে, তাঁর ছুটি প্রয়োজন। মানসিক ভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বোর্ড ছেড়ে দেয় তাঁকে। এরপরে দেখা যায় ঈশান দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই ঘটনা ভাল ভাবে নেয়নি বোর্ড। নির্বাচকেরা ঈশানকে তার পর থেকে কোনও দলে নেননি। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচ দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দেন, ঈশানকে দলে ফিরতে হলে কোনও ধরনের ক্রিকেট খেলে ফিরতে হবে। কিন্তু তাঁদের সেই কথা ঈশান মানেছেন না। এমনকি রঞ্জির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচও খেললেন না। বরং সূত্রের খবর, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলনে ব্যস্ত বিতর্কিত ঈশান কিষাণ।

 

এদিকে সূত্রের খবর, ঈশান কিষানকে নিয়ে বিরক্ত বোর্ড কর্তারা। জয় শাহ কারও নাম না নিয়েই বলেছিলেন, “ফোনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক। এবার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান, কোচ এবং অধিনায়ক যখন চাইছেন লাল বলের ক্রিকেট খেলতেই হবে, তখন খেলতেই হবে। এর অন্যথা হলে চলবে না।”

আরও পড়ুন- অশ্বিনের ভুলে ব্যাট করতে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

 


spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...