Wednesday, August 20, 2025

মনোনয়নে সম্পত্তি নিয়ে ‘কারচুপি’! সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির

Date:

লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে তাঁর রাজ্যসভার মনোনয়নপত্রে সম্পত্তি নিয়ে কারচুপির অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মনোনয়নপত্রে যে সম্পত্তির কথা তিনি উল্লেখ করেছেন সেখানে ইটালির পৈতৃক বাড়ি সম্পর্কে তথ্য গোপন করেছেন সোনিয়া।

মনোনয়নপত্রে সম্পত্তির যে খতিয়ান সোনিয়া গান্ধী দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁর মোট সম্পত্তির মূল্য ১২.৫৩ কোটি টাকা। ইটালিতে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে তাঁর শেয়ার ২৭ লক্ষ টাকার। এছাড়াও তাঁর কাছে রয়েছে ৮৮ কেজি রুপো, ১.২৬৭ কেজি সোনা ও গয়না। নয়াদিল্লির ডেরা মান্ডি গ্রামে তিন বিঘা জমিও রয়েছে। তাঁর উপার্জন হিসেবে সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন, সত্ত্ব ইত্যাদির উল্লেখ করা হয়েছে। তবে সোনিয়ার কাছে নগদ অর্থ রয়েছে ৯০ হাজার টাকা। তবে সোনিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিযোগ দায়ের করেছে বিজেপির। গেরুয়া শিবিরের নেতা যোগেন্দ্র সিং তনওয়ার রাজ্যসভার কাউন্সিল অফ স্টেটের রিটার্নিং অফিসারের উদ্দেশে লেখেন, সোনিয়া তাঁর ঘোষণায় ইটালির সম্পত্তির প্রকৃত অবস্থান জানাননি। মোট সম্পত্তির কত ভাগ তাঁর অংশ তাও জানাননি। উল্লেখ্য, ২০১৯ সালে সোনিয়ার ঘোষিত সম্পত্তির মূল্য ছিল ১১.৮২ কোটি টাকা।.

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version