মহাকাশে ইসরোর ‘Naughty Boy’! আবহাওয়ার মেজাজ জানতে আজই ‘দুষ্টু ছেলে’র যাত্রা

এটি জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) যা ৫১.৭ মিটার দীর্ঘ একটি ত্রিস্তরীয় রকেট।

যখন তখন বদলে যাচ্ছে আবহাওয়া (Weather)। শীতের সময় ঠান্ডা কমছে, অকালে বৃষ্টি বাড়ছে। প্রকৃতির ক্রমাগত খামখেয়ালীপনায় রোগ জীবাণুর দাপট বাড়ছে মানব জীবনে। এবারআবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁত ভাবে পেতে মহাকাশে নতুন উপগ্রহ (INSAT 3DS) পাঠাচ্ছে ইসরো (ISRO)। মাটি এবং সমুদ্র পৃষ্ঠের উপর নজর রাখার পাশাপাশি এই স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পৌঁছে দেবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মহাকাশ থেকে আবার গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য বিজ্ঞানীদের হাতে পৌঁছে দিতে ইসরো ‘Naughty Boy’ নামের একটি রকেট পাঠাচ্ছে। এটি জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) যা ৫১.৭ মিটার দীর্ঘ একটি ত্রিস্তরীয় রকেট। এটির ওজন ৪ লক্ষ কেজির বেশি। আজ বিকেল ৫.৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-৩ডিএস (INSAT 3DS) উপগ্রহ নিয়ে এই ‘দুষ্টু ছেলে’ যাত্রা শুরু করবে।


Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleতেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে