Tuesday, August 26, 2025

সামনে সাক্ষাৎ মৃত্যু, কোনও মতে রক্ষা- এ যেন দ্বিতীয়বার জীবন পেলেন ‘অ্যানিম্যাল’ (Animal)নায়িকা। খবরের শিরোনামে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। এবার ‘পুষ্পা’-নায়িকা ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন। সমাজমাধ্যমের (Social Media)পাতায় নিজের অভিজ্ঞতার কোথা জানিয়েছিন রশ্মিকা (Rashmika Mandana)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রদ্ধা দাস (Sraddha Das)। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। এখানেই লুকিয়ে আসল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখলেন, “আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম…”।

আসলে মুম্বই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রশ্মিকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রদ্ধা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎই বিপদ নেমে আসে রশ্মিকার জীবনে। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পরে। টার্বুলেন্সে পড়ই সমস্যা শুরু। কী সমস্যা ছিল তা স্পষ্ট ভাবে জানা না গেলেও দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যে সংস্থার বিমানে রশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ল্যান্ডিং করানো হয়। তবে সেই সময় যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেইদিকে নজর দেওয়া হয়। এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সাংঘাতির টার্বুলেন্সের মুখোমুখি হওয়ার পর টানা ৩০ মিনিটের চেষ্টায় বিমান মুম্বইয়ের মাটি স্পর্শ করে। রশ্মিকার পোস্ট পড়া মাত্রই সকলেই উদ্বেগ প্রকাশ করেন। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই বিপত্তি, তবে আপাতত ভাল আছেন নায়িকা।


Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version