উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে রাজ্যে Safe Drive Save Life কর্মসূচির সচেতনতা বাড়াতে প্রচার কর্মসূচি শুরু করা হবে। মঙ্গলবার, নবান্ন থেকে ২৫টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা ঘোষণা করেন। বলেন, শীতের শেষে এই সময় ধোঁয়াশা এবং কুয়াশা হয়। ফলে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। ২৭ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। এরপরে অন্তত তিন-চারদিনের জন্য গাড়ি চালকদের সচেতন করতে পথে নামবে পুলিশ। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রাজ্য পুলিশের আইজি রাজীব কুমারকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে পথ দুর্ঘটনা কমাতে সমস্ত রাস্তায় গাড়ির গতির উর্ধ্বসীমা নির্দিষ্ট করার বিষয়ে পরিবহন দফতরকে আরও সক্রিয় হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানান, দলের রাজ্যসভার সাংসদদের সাংসদ তহবিলের টাকা থেকে এই অ্যাম্বুল্যান্সগুলি কেনা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার নগরপাল বিনীত গোয়েল।

আরও পড়ুন: বিয়ের আগে মুখে হাসি ফেরাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের যুবকের!

এর আগেও রাজ্যসভার সাংসদদের তহবিলের টাকায় ২০০-র বেশি এধরনের অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। এছাড়া পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা তৈরির জন্য ওই তহবিল থেকে আরও ৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন অ্যাম্বুল্যান্সের পাশাপাশি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উত্তরবঙ্গ ও বর্ধমান ডেন্টাল কলেজের জন্য ২ টি মোবাইল ডেন্টাল ভ্যানেরও উদ্বোধন করেন।

