কুর্মিসহ একাধিক আদিবাসী সংগঠনের সঙ্গে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক হবে নাকি সার্বিকভাবেই বৈঠক সারবেন মমতা তা এখনও স্পষ্ট নয়।

জঙ্গলমহল সফরে যাওয়ার আগেই আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন (Nabanna ) সভাঘরে আজ বিকেল চারটে নাগাদ এই বৈঠক হবে, যেখানে কুর্মিসহ একাধিক আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। আধার কার্ড (Aadhaar card) বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, লোধা-সহ বিভিন্ন জনজাতি সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে সে ক্ষেত্রে প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক হবে নাকি সার্বিকভাবেই বৈঠক সারবেন মমতা তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের শীর্ষনেতৃত্বরা এই বৈঠকে যোগ দেবেন। মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কুর্মি সহ আদিবাসী জনজাতির মানুষেরা তা বিস্তারিত ভাবে জানতে চান মমতা। লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।


Previous articleকুণালের কুশপুতুল হাতবদলে হয়ে গেল শুভেন্দু! “ঐতিহাসিক” বলে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতার
Next articleকৃষক মৃত্যুতে ‘জমিদার’ বিজেপিকে তোপ মমতার, মানবাধিকার কমিশনকে চিঠি তৃণমূলের