Sunday, August 24, 2025

“দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও মুখ্যমন্ত্রী করবেন”: ঘাটালে শুভেন্দুকে আক্রমণ পার্থর

Date:

দাসপুরে (Daspur) খালের উপর নতুন ব্রিজ (Bridge) তৈরির দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। আর সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হল। বৃহস্পতিবার সকালে ঘাটালের (Ghatal) দাসপুরে খালের উপর তৈরি নতুন ব্রিজের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhoumik)। এদিন সকালে ঘাটালে সেচ দফতরের বাংলোয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের পরই আধিকারিক ও জনপ্রতিনিধিদের দাসপুরে পৌঁছে যান তিনি।

তবে এদিন ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) না হওয়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suveendu Adhikari) সরাসরি আক্রমণ করে মন্ত্রী বলেন, ‘মেদিনীপুরের ভূমিপুত্র দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করবেন।’ এছাড়াও সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেচমন্ত্রী। পার্থ ভৌমিক মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন কেন্দ্র না করলেও রাজ্য ঘাটাল মাস্টার প্লান রূপায়ন করবেই।

এদিন দাসপুরের এক নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি কংক্রীটের ব্রিজ, সেই ব্রীজ পরিদর্শন করেন সেচমন্ত্রী‌। সঙ্গে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকারা। তবে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমিজোড় এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি জানান স্থানীয়রা। তাঁরা জানান, প্রতিবছর নদীতে বোরো বাঁধ দিয়ে চাষের জন্য সেচের কাজ করা হয়। আর সেকারণেই পুরো এলাকা জলে ভেসে যাওয়ার উপক্রম হয়।

 

 

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version