Saturday, November 1, 2025

আপাতত স্থগিত ‘দিল্লি চলো’ কর্মসূচি, তবে শম্ভু-খনৌরি সীমান্ত ছাড়ছেন না কৃষকরা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা সংলগ্ন একাধিক এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছে দু’তরফের এককাধিক মানুষের। এহেন পরিস্থিতির মাঝে আপাতত দিল্লি চলো কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন কৃষকরা। তবে আন্দোলন থামালেও দিল্লি সীমান্ত থেকে একপাও পিছু হঠছেন না আন্দোলনকারীরা।

শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিং। সেখানেই দিল্লি চলো কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর কথায়, “২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।” তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বন্ধ থাকলেও আন্দোলন যে বন্ধ করা হবে না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকরা। জানা যাচ্ছে, রবিবার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, একগুচ্ছ দাবি কেন্দ্রের সরকারের কাছে পৌঁছে দিতে দিল্লি চলো অভিযান শুরু করেছেন দেশের কৃষকরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক খনৌরি এবং শম্ভু সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষকদের থামাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি নামানো হয় আধা সামরিক বাহিনী। সংঘর্ষের জেরে মৃত্যু হয় শুভকরণ সিং নামে বছর ২১এর এক যুবকের। এই ঘটনায় মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মৃতের পরিবার। তাঁদের দাবি, আমরা ন্যায় চাই, টাকা নয়।

spot_img

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...