Wednesday, August 20, 2025

আপাতত স্থগিত ‘দিল্লি চলো’ কর্মসূচি, তবে শম্ভু-খনৌরি সীমান্ত ছাড়ছেন না কৃষকরা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা সংলগ্ন একাধিক এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছে দু’তরফের এককাধিক মানুষের। এহেন পরিস্থিতির মাঝে আপাতত দিল্লি চলো কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন কৃষকরা। তবে আন্দোলন থামালেও দিল্লি সীমান্ত থেকে একপাও পিছু হঠছেন না আন্দোলনকারীরা।

শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিং। সেখানেই দিল্লি চলো কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর কথায়, “২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।” তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বন্ধ থাকলেও আন্দোলন যে বন্ধ করা হবে না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকরা। জানা যাচ্ছে, রবিবার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, একগুচ্ছ দাবি কেন্দ্রের সরকারের কাছে পৌঁছে দিতে দিল্লি চলো অভিযান শুরু করেছেন দেশের কৃষকরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক খনৌরি এবং শম্ভু সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষকদের থামাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি নামানো হয় আধা সামরিক বাহিনী। সংঘর্ষের জেরে মৃত্যু হয় শুভকরণ সিং নামে বছর ২১এর এক যুবকের। এই ঘটনায় মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মৃতের পরিবার। তাঁদের দাবি, আমরা ন্যায় চাই, টাকা নয়।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...