Sunday, December 14, 2025

আপাতত স্থগিত ‘দিল্লি চলো’ কর্মসূচি, তবে শম্ভু-খনৌরি সীমান্ত ছাড়ছেন না কৃষকরা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা সংলগ্ন একাধিক এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছে দু’তরফের এককাধিক মানুষের। এহেন পরিস্থিতির মাঝে আপাতত দিল্লি চলো কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন কৃষকরা। তবে আন্দোলন থামালেও দিল্লি সীমান্ত থেকে একপাও পিছু হঠছেন না আন্দোলনকারীরা।

শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিং। সেখানেই দিল্লি চলো কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর কথায়, “২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।” তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বন্ধ থাকলেও আন্দোলন যে বন্ধ করা হবে না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকরা। জানা যাচ্ছে, রবিবার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, একগুচ্ছ দাবি কেন্দ্রের সরকারের কাছে পৌঁছে দিতে দিল্লি চলো অভিযান শুরু করেছেন দেশের কৃষকরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক খনৌরি এবং শম্ভু সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষকদের থামাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি নামানো হয় আধা সামরিক বাহিনী। সংঘর্ষের জেরে মৃত্যু হয় শুভকরণ সিং নামে বছর ২১এর এক যুবকের। এই ঘটনায় মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মৃতের পরিবার। তাঁদের দাবি, আমরা ন্যায় চাই, টাকা নয়।

spot_img

Related articles

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...

সন্ধ্যাতেও সুফল বাংলার স্টল 

সাধারণ মানুষের বাজারের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোল রাজ্যের সুফল বাংলা প্রকল্প। এ বার থেকে...

মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি! মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং বকেয়ার দাবিতে প্রায় প্রতিদিনই সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন...

আড়াই কোটি টাকা নিয়ে ফেরৎ দিচ্ছেন না শুভেন্দু! বিজেপির রাজ্য সভাপতিকে চিঠি RSS কর্মীর 

পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষকের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক। পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া এবং...