জামুড়িয়ার পেট্রোপণ্য কারখানায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

ফের আসানসোলে (Asansol) অগ্নিকাণ্ড (Fire)! শনিবার সকালে আসানসোলের জামুড়িয়ার (Jamuria) অন্তর্গত জাদুডাঙায় এক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর। স্থানীয় সূত্রে খবর, পেট্রোপণ্য জাতীয় একপ্রকার পদার্থ পিপি ফোম তৈরি হত সেই কারখানায় (Petroleum Factory)। তবে এদিন সকালে কারখানার আগুন আশেপাশের ঘনবসতিতে ছড়িয়ে পড়ে বলে খবর। মুহূর্তের মধ্যে তা মারাত্মক রূপ নেয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ‘ড্রিম পলিপ্যাক’ নামে ওই কারখানার একটি গুদাম ঘরে ভোর ৬টা নাগাদ আগুন লাগে। এদিকে কারখানার গুদাম ঘর থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

দমকল সূত্রে খবর, ওই গুদাম ঘরে পেট্রোপন্য জাতীয় পদার্থ জমা করা ছিল। সেখানেই আচমকা আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। একসময় আগুন বিধ্বংসী চেহারা নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। এরপর দমকলের ২টি ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানার মালিক অজয় খৈতান জানান, “কারখানায় ফোম তৈরি হত। শনিবার ভোরে আচমকাই আগুন লেগে কারখানার গুদাম ঘর জ্বলতে থাকে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এখনও বোঝা যাচ্ছে না।”

 

 

 

 

Previous articleএখনই পিছু ছাড়বে না বৃষ্টি! শনিবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Next articleক্রিকেট মাঠে ম.র্মান্তিক ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃ.ত্যু কর্নাটকের ক্রিকেটারের