Friday, August 22, 2025

শখ বোধহয় একই বলে। অনেকদিন ধরে বাড়িতে প্রিয় পোষ্যকে আনতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। কিন্তু নানা কারণে সেটা হচ্ছিল না। অবশেষে সুদূর কলম্বিয়া থেকে পাইথন নিয়ে এলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সাধ করে নাম রেখেছেন ‘উলুপী’ ( মহাভারতের নাগকন্যা)। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপীর (Ulupi) বিবাহ হয়। কিন্তু সাপ পোষা কি আইনসম্মত? পরিচালকের কাণ্ডে প্রশ্ন তুলছেন অনুরাগীরাই।

গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে পরিচালক লেখেন, ‘‘উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’’ এরপরই গুঞ্জন শুরু হয়। তারপরই পাইথনের আগমনের খবর মেলে। সূত্রের খবর, দিন দশেক আগে সৃজিত তাঁর নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন। বন দফতরের থেকে যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়েই বাচ্চা ‘পাইথন’ পুষেছেন পরিচালক। সাপ বাড়িতে রাখার ব্যাপারে দেশের আইন কী বলছে? ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে দেশে সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনও অংশের তৈরি জিনিসপত্রকে ব্যবহার করা নিষিদ্ধ। তবে সৃজিত আইন বিরুদ্ধ কাজ করেননি। তাঁর কাজে বৈধ কাগজ রয়েছে বলে খবর। কিন্তু সাপ পোষার ঝক্কি তো কম নয়, কীভাবে সামলাবেন? সৃজিত বলেন, ‘‘পাইথন খুবই শান্ত প্রাণী। এ আর ঝক্কি কী! তবে আমি অনেক ছোট থেকেই সাপখোপ সামলাতে পারি। আমার কোনও ভয় নেই।” ঘনিষ্ঠরা বলেই ‘ জাতিস্মর ‘ পরিচালক সত্যিই বাবুরাম সাপুড়ে।


Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version