বাজির কারখানায় বিধ্বংসী আগুন লেগে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে মৃত্যু হল অন্তত চারজনের। ঘটনায় আহত অন্তত ৬ জন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও অ্যাম্বুল্যান্স। পুলিশের যদিও দাবি বাজি কারখানার উপযুক্ত লাইসেন্স ছিল, তবে সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি কতটা মেনে চলা হত, প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

রবিবার দুপুর ১২টা নাগাদ কৌশাম্বির কোখরাজ থানার ভারওয়ারি গ্রামে একটি বাজি কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত কারখানার শ্রমিকদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। লোকালয় থেকে দূরে হওয়ায় ঘটনা বেশি বড় আকার নিতে পারেনি বলে দাবি, কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তবের।
