Wednesday, August 20, 2025

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান

Date:

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৪০। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৫২ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ২৪ রানে অপরাজিত রোহিত। ১৬ রানে অপরাজিত যশস্বী। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ভারতের হয়ে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ইংরেজদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জ্যাক ক্রোলে। ৬০ রান করেন তিনি। ৩০ রান করেন জনি ব্রিস্টো। ১৫ রান করেন ডুকেট। ৪ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ৭ রান করেন টম হার্টলি। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অশ্বিন-কুলদীপ। ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এর পাশাপাশি নজিরও গড়েন তিনি। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ২৪ রানে অপরাজিত রোহিত। এই রানের সুবাদে নজির গড়েন ভারত অধিনায়ক। টেস্ট ক্রিকেটে চার হাজার রান হল তাঁর। এদিকে ১৬ রানে অপরাজিত যশস্বী।

আরও পড়ুন- অনলাইনে খাবার কিনে প্র.তারিত ভারতীয় ক্রিকেটার দীপক চাহার, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version