Thursday, December 4, 2025

ঈশানরা অতীত, টিম ইন্ডিয়াকে ভরসা দিচ্ছেন ধ্রুভ জুরেল

Date:

Share post:

রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেলেন ধ্রুভ জুরেল। শুভমন গিলের সঙ্গে জুটি বেধে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৩৯ রানে অপরাজিত ধ্রুভ। আর ধ্রুভের এই পারফরম্যান্সে স্বস্তি ফিরল বিসিসিআই নির্বাচকদের। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পর ধ্রুব জুরেলকেই জাতীয় দলের পরবর্তী উইকেটকিপার হিসাবে দেখছেন সবাই। তিনি যে দলে নিজের জায়গাটা আরও জোরাল করে নিলেন সেটা স্পষ্ট হল চতুর্থ টেস্টেই। প্রথম ইনিংসে ৯০ রান করার কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসেও ৩৯ রান করে অপরাজিত থাকেন জুরেল।

ঈশান কিষাণ, কেএস ভরত অনেকেই দীর্ঘদিন জাতীয় দলে খেলছেন। কিন্তু কেউই দলকে সেভাবে ভরসা জোগাতে পারেননি। আর সুযোগ পেয়েই তা কাজে লাগলেন ধ্রুব জুরেল। তিনি দেখিয়ে দিলেন তিনি তৈরি। মিডল অর্ডারে তাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে। সেই সঙ্গে উইকেটকীপিংটা তো আছেই। দলের কঠিন সময়ে পিচে দাঁড়িয়ে থেকে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে লড়াই করেছেন একা। তাঁর এই মানসিকতা যে তাঁকে বাকিদের থেকে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিল সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

ঈশান কিষাণ যখন সুযোগ পেয়েও তাছেড়ে দিলেন, ঠিক তখনই দু’হাতে সেই সুযোগ লুফে নিলেন জুরেল। উল্লেখ্য, ঈশান দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়ান। তারপর একাধিকবার বোর্ডের নির্দেশ অমান্য করেন। কেএস ভরতও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তাঁকেও অনেকগুলো ম্যাচেই দলে রাখা হয়েছিল। কিন্তু তিনি বারবার হতাশ করেন। অপরদিকে অভিষেক টেস্টেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ধ্রুব জুরেল। যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তবে সবাই মুগ্ধ তাঁর খেলা দেখে। তিনি যে দলকে দীর্ঘমেয়াদী সার্ভিস দেবেন সেটা বোঝাই যাচ্ছে। ধ্রুবের খেলা দেখে প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাস্কর পর্যন্ত বলে বসেন যে তিনি পরবর্তী ‘ধোনির’ ছায়া দেখতে পাচ্ছেন তাঁর মধ্যে। তবে তাঁর থেকে প্রত্যাশাও যে গগন চুম্বী হবে সেটা হয়তো তিনি ভালই বুঝেছেন। দলের মিডল অর্ডারের সমস্যা তিনি পূরণ করতে পারেন কি না সেটা তো সময়ই বলে দেবে। এবার যে তিনি দলের প্রথম চয়েস উইকেটকিপার হবেন সেটা পরিষ্কার।

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার নেম সিং। ছেলের আন্তর্জাতিক মঞ্চে অভিষেক দেখে যিনি আপ্লুত। তবে রবিবার ৯০ রান করে তিনি আউট হতেই শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। বাবা নেম সিং কার্গিল যুদ্ধে লড়াই করেছেন। ফলে লড়াই তাঁর রক্তে। রাঁচি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন যশস্বী জসওয়াল ছাড়া যেখানে আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি, সেখানে ম্যাচের তৃতীয়দিন হাফসেঞ্চুরি করে ফেললেন ধ্রুব জুরেল। তবে সবথেকে বড় কথা, এমন একটা জায়গা থেকে তিনি দলের হাল ধরেছিলেন যখন ভারতীয় ক্রিকেট শিবিরে অক্সিজেন প্রায় শেষই হয়ে গিয়েছিল। ধ্রুব’র এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। দ্বিতীয় ইনিংসে আবার ১৯২ রান তাড়া করতে নেমে ১২০ রান গিয়েই ৫ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। সেখান থেকে শুভমন গিলের সঙ্গে জুটি গড়ে ভারতীয় দলকে ৫ উইকেটে জয়ের রাস্তা দেখান জুরেল।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয় পেতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ উন্নতি রোহিতদের

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...