৫০ লক্ষ জবকার্ড হোল্ডারকে টাকা, কেন্দ্র না দিলে আবাসের প্রাপ্যও দেবে রাজ্য: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৪ লক্ষ নয়, কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলার ৫০ লক্ষ জবকার্ড হোল্ডারকে বকেয়া দিচ্ছে রাজ্য। আগামী ২-৩ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মঙ্গলবার, পুরুলিয়া পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি জানান, আবাস যোজনার টাকা কেন্দ্র পয়লা এপ্রিলের মধ্যে না দিলে ১১ লক্ষ বাড়ি করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই বড় ঘোষণা করার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা।

১০০ দিনের কাজ করেও কেন্দ্রীয় বঞ্চনায় টাকা পাননি যে ২১ লক্ষ জব কার্ড হোল্ডার- ২১ ফেব্রুয়ারি তাঁদের বকেয়া দেবে রাজ্য সরকার। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনার প্রতিবাদে রেড রোডের ধর্নামঞ্চ থেকে এই বিরাট ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু পরে দেখা যায়, সংখ্যাটা আরও বেশি- সাড়ে ২৪ লক্ষ। সেই কারণে এই অর্থ প্রদান এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বিধানসভায় (Assembly) বাজেট বিষয়ে বক্তৃতায় মুখ্যমন্ত্রী জানান, ১ মার্চ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কিন্তু তার আগেই ২৬ ফেব্রুয়ারি থেকে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে, সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) ইঙ্গিত দেন, এই সংখ্যাটা আরও বেড়েছে। মঙ্গলাবর, পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী জানান, সংখ্যাটা প্রায় ৫০ লক্ষ। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২-৩দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

এদিন আবাস যোজনার বকেয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না পাঠালে, ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর ধাঁচে আবাসের বঞ্চিতদের টাকা দেবে রাজ্য সরকার।“

১০০ দিনের কাজ থেকে আবাস, গ্রামীণ রাস্তা- বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত বাংলা। কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি ১০০দিনের কাজের শ্রমিকদের। তার প্রতিবাদে লাগাতার ৪৮ ঘণ্টা ধর্না দেন তৃণণূল সভানেত্রী। সেখান থেকে ১০০দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। জানান, আবাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। পরে বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ”আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। তা-ও আমরা দেব। আবাস যোজনার অধীনে থাকা ১১ লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে। যদি কেন্দ্র ওই অর্থ না মেটায় তবে আমরা ওই টাকা দেব।” এদিন পুরুলিয়া থেকে আবাসর যোজনার টাকা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, জঙ্গলমহলের স্কুলে ৪৯ জন অলচিকি শিক্ষক নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।