Monday, August 25, 2025

নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার জামিন মামলার শুনানিতে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।এ দিন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গহনা রয়েছে? উভয়ের নামে আর কোনও সম্পত্তি নেই। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে জানান, দু’টি সম্পত্তি রয়েছে। পাল্টা বিচারপতির প্রশ্ন, “বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?” পার্থর আইনজীবী জানান, “প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।”এর পাশাপাশি এ দিন আদালতে সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন, ২০১২ সালে গাড়ি ও ফ্ল্যাট কেনেন অর্পিতা মুখোপাধ্যায়। আর ২০১৪ সালে শিক্ষামন্ত্রী হন পার্থ। ফলে, যে সময় ফ্ল্যাট কেনা হয় সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না।

এমনকী, তিনি আদালতকে জানিয়েছেন, অর্পিতা এলআইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।আইনজীবী জানিয়েছেন, ব্যবসায়িক কারণে সম্পর্কে থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী, সেটা কীভাবে জানা সম্ভব? আসলে টার্গেট করা হয়েছে পার্থবাবুকে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ২০১১ সাল থেকে অর্পিতাকে চিনলেও, অর্পিতার সব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন সেটা সঠিক নয়। সম্পত্তির ডিডের কপি ছিল তাঁর মক্কেলের কাছে। আসল ছিল না। যৌথভাবে অর্পিতার সঙ্গে কিছু কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন। কিন্তু কোম্পানির মালিক ছিলেন না।এ দিন, আদালতে প্রশ্নও তুলেছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version