Thursday, January 15, 2026

হাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর পথে অনশনে মনিপুরের রূপান্তরকামী

Date:

Share post:

নয়মাস ধরে অশান্ত মনিপুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনিপুর যাওয়ার আবেদন জানাচ্ছেন উত্তর-পূর্বের রাজ্যের রূপান্তরকামী (transgender) সমাজকর্মী মালেম থোংগম। দাবি না মানা পর্যন্ত রাজধানীর পথে ইরম শর্মিলার দেখানো পথে অনশনে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান। চারদিন অনশনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের দাবি আদায়ে ফের পথে বসেছেন তিনি।

২২ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে অনশনে বসা মালেমের দাবি, দ্রুত হস্তক্ষেপ করে রাজ্যের জাতিদাঙ্গা (ethnic violence) বন্ধ করার ব্যবস্থা করুন প্রধানমন্ত্রী। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে রাজ্যের অন্য এক আন্দোলনের মুখ ইরম শর্মিলার মতো লাগাতার অনশনের পথেই যাবেন তিনি। ১৬ বছর অনশনে থাকা শর্মিলার আন্দোলন এক সময় গোটা দেশের নজর টেনেছিল। প্রয়োজনে সেই পথই নেবেন হুঁশিয়ারি মালেমের। এরপরই তিনি অনশনে বসেন মনিপুরের সাংসদ রাজকুমার রঞ্জন সিংয়ের আবাসনের বাইরে। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মূলত কুকি-জো জনজাতি, কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক চুক্তির (tripartite agreement) বিরোধিতায় কেন্দ্রের দ্বারস্থ মালেম। ২০২৩ সালে চালু হওয়া মনিপুরের সাসপেন্সন অফ অপারেশনস (SoO) অনুযায়ী কুকি জনজাতির সঙ্গে চুক্তির বিষয়টি একবছর পর পর পর্যালোচনা করা হয়। ২৯ ফেব্রুয়ারি সেই পর্যালোচনার দিন। তার আগেই কেন্দ্র সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীর। ইতিমধ্যেই নয়মাসের হানাহানিতে মৃত্যু হয়েছে প্রায় ১৮০ জন মনিপুরবাসীর। এই মৃত্যু মিছিল থামাতে এবার কেন্দ্রের, বিশেষত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আমরণ অনশনের পথে রূপান্তরকামী মালেম থোংগম।

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়...

ধর্মঘটের জেরে টানা ৪ দিন বন্ধ ব্যাংক পরিষেবা

বৈঠক নিষ্ফলা, মাসের প্রতি শনি-রবিবার ছুটির দাবিতে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হচ্ছেই। ফলে বছরের প্রথম মাসের...

ভোটের আগে রিস্ক-ফ্রি কমিটি বিজেপির! জেলা ইনচার্জ পদে পুরোনোতে আস্থা 

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির স্ট্যাটেজি ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি।...