চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচ জিতেই ডার্বি নিয়ে হুঙ্কার কুয়াদ্রাতের

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ লিগে বিভিন্ন ম্যাচে আমরা কখনও দু’জন, কখনও তিনজন বিদেশি নিয়ে খেলেছি। সেই জায়গায় সুপার কাপে আমরা

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে লাল-হলুদ। চেন্নাইয়ানকে হারিয়ে এখনও প্লে-অফের আসা বাঁচিয়ে রেখেছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে বৃহস্পতিবার লিগের ফাস্ট বয় ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ। তবে তার আগে ডার্বির মেজাজে চলে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। মেগা ডার্বি ইস্টবেঙ্গল জিতবে, চেন্নাইয়ানকে হারিয়ে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ লিগে বিভিন্ন ম্যাচে আমরা কখনও দু’জন, কখনও তিনজন বিদেশি নিয়ে খেলেছি। সেই জায়গায় সুপার কাপে আমরা ছ’জন বিদেশি নিয়ে খেলতে পেরেছি। কয়েক জন খেলোয়াড় জাতীয় দলেও ছিল। এখন আমাদের পরিস্থিতি একেবারে অন্যরকম। তবে ক্রমশ ছন্দে ফিরছি আমরা। মোহনবাগানের বিরুদ্ধে ফিরতি ডার্বিতে আমরাই জিতব। অন্য ম্যাচগুলোতেও আমাদের ভাল করা উচিত।” এরপরই পরবর্তী ম্যাচ ওড়িশা এফসিকে নিয়ে বলেন, “ পরের ম্যাচ আমাদের পক্ষে খুবই কঠিন হবে। ওরা লিগ টেবলে এক নম্বরে রয়েছে। তিনদিন পরেই এই ম্যাচটা খেলতে হবে আমাদের। খুবই কঠিন হতে চলেছে ম্যাচটা।“

এদিকে চেন্নাইয়ানের বিরুদ্ধে প্রথমার্ধ দল ভালো খেলতে পারেননি বলে জানান কুয়াদ্রাত। এই নিয়ে তিনি বলেন,” আমরা প্রথমার্ধে খুবই খারাপ খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলেছি। প্রথমার্ধে চেন্নাইয়ানের গোল পাওয়া উচিত ছিল। ওরা যথেষ্ট ভাল দল। দ্বিতীয়ার্ধে আমাদের পরিবর্ত খেলোয়াড় আনতে হয় নতুন করে শক্তি বাড়ানোর জন্য। এটাই আমাদের কাজ। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে আমি খুশি। কারণ, ম্যাচের শেষে ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের লড়াকু মানসিকতাও দলকে জিততে সাহায্য করেছে।

আরও পড়ুন- রাঁচিতে টেস্ট জিতেই নাম না করেই ঈশানদের নিয়ে মুখ খুললেন রোহিত


Previous articleবাংলায় দোস্তি-কেরালায় কুস্তি! রাহুল গান্ধীর কেন্দ্রে বাম প্রার্থী ডি রাজার স্ত্রী অ্যানি
Next articleহাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর পথে অনশনে মনিপুরের রূপান্তরকামী