ভ্যাপসা গরমের মাঝেও মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি ও ১৯ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে থাকবে।

সকালের দিকে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা বাড়তেই ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গ জুড়ে। ভরা বসন্তে অকাল বর্ষণের সম্ভাবনা আজও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর (Weather Update), আজ বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাতে গরম কমার কোনও ইঙ্গিত নেই।

মঙ্গলবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি ও ১৯ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের (South Bangal) পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে আজ মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।