হুগলিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির, লকেটের পরিবর্তে অন্য নামে শুরু দেওয়াল লিখন

সোশ্যাল মিডিয়াতেও লকেট বিরোধী প্রচার শুরু করেন বিজেপির একটা বড় অংশের কর্মী-সমর্থকরা।

এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন এবারও হুগলি থেকে বিজেপি প্রার্থী তিনি। কিন্তু হুগলির ছবি অন্য। সেখানে বিজেপি দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তবে প্রার্থী হিসেবে লকেট নন, দেওয়ালে দেওয়ালে অন্য কিছু নাম শোভা পাচ্ছে। যা নজরে আসতেই শোরগোল পড়ল হুগলিতে।

গত ৮ ফেব্রুয়ারি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজেই বলেছিলেন সেখান থেকেই দ্বিতীয়বার প্রার্থী হতে চলেছেন তিনিই। এরপরই দলীয় কর্মীদের একাংশের মধ্যে চাপা অসন্তোষ দেখা দেয়। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে লকেটের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে খোদ বিজেপি কর্মীদের একাংশের মধ্যে। লকেট হুগলিতে খুব বেশি সময় দেননি বলেও অভিযোগ তাঁদের।
সোশ্যাল মিডিয়াতেও লকেট বিরোধী প্রচার শুরু করেন বিজেপির একটা বড় অংশের কর্মী-সমর্থকরা। এরপর সেই আঁচে ধোঁয়া দিল দেওয়াল লিখন, যেখানে বিজেপি প্রার্থী হিসেবে নেই লকেটের নাম।

দেওয়ালগুলির মধ্যে নাম লেখা হয়েছে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের। অন্য একটি দেওয়াল লেখা হয়েছে গৌতম চট্টোপাধ্যায়ের নামেও। তিনিও হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে শ্রীরামপুর জেলা অবজারভার। চুঁচুড়া স্টেশন রোডের বাসিন্দা ইন্দ্রনীল চৌধুরী পেশায় শিশু চিকিৎসক। তাঁর নামেও লেখা হয়েছে বিজেপির দেওয়াল। ২০১৯ সালেও হুগলির প্রার্থী হিসাবে ইন্দ্রনীল চৌধুরীর নাম শোনা গিয়েছিল। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে হুগলিতে চরম গোষ্ঠীদ্বন্দ্বতে জর্জরিত বিজেপি।

 

 

Previous articleবিয়ের পিঁড়িতে তাপসী পান্নু, পাত্র নাকি স্পোর্টসম্যান!
Next articleশিলদা মামলায় ১৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা!