ক্লাস চলাকালীন মধ্য কলকাতার স্কুলে আ।গুন, নিরাপদে পড়ুয়ারা

প্রতীকী ছবি

ক্লাস চলাকালীন মধ্য কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকায় স্কুলে আগুন (Fire)। ঘটনায় লি মেমোরিয়াল নামের প্রাথমিক স্কুলে (School) আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে। পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

স্কুল সূত্রে খবর, বেলা সোয়া ১২টা নাগাদ প্রথমে ক্লাস চলাকালীন মধ্য কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকায় স্কুলে আগুন (Fire)। ঘটনায় লি মেমোরিয়াল নামের প্রাথমিক স্কুলেক্লাস চলাকালীন মধ্য কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকায় স্কুলে আগুন (Fire)। ঘটনায় লি মেমোরিয়াল নামের প্রাথমিক স্কুলেস্কুলটির উপরতলায় ধোঁয়া দেখে স্থানীয়রাই দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌছঁয় পুলিশ (Police) ও দমকল। ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানানো হয়েছে। কী কারণে আগুন, তা খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্ত অনুমান। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব-শিবিরের সঙ্গে আসনরফা কংগ্রেসের! সিট ছাড়া হল আরও ২ দলকে

Previous articleমহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব-শিবিরের সঙ্গে আসনরফা কংগ্রেসের! সিট ছাড়া হল আরও ২ দলকে
Next articleগাড়ি চলার রাস্তা নেই, মৃতপ্রায়কে কাঁধে নিয়েই ছুটলেন পুলিশকর্মী