লোকসভা ভোটে প্রার্থী হচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’? জল্পনা জিইয়ে কী জবাব রচনার

বাংলা রিয়্যালিটি শো-এ ইতিহাস। ‘দিদি নাম্বার ওয়ান’-এ এসেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পর্ব সম্প্রচারের আগেই আরও বড় জল্পনা, লোকসভা ভোটে না কি প্রার্থী হচ্ছেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)! আর সেই প্রশ্ন উড়িয়ে না দিয়ে রচনার মত, যদি এমন সিদ্ধান্ত হয়, তাহলে সেটা ‘দিদি’ অর্থাৎ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানাবেন।

জানুয়ারি মাসে পরপর দুদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাজির হন ‘দিদি নাম্বার ওয়ান’ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রচনার। লোকসভা ভোটের আগে রচনার মুখ্যমন্ত্রীর দেখা করার ঘটনায় রাজনৈতিক জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি শাসকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় টিভি শো-এর অ্যাঙ্কার! সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেনন অভিনেত্রী। দাবি করেছিলেন, ‘দিদি নাম্বার ওয়ান‘ নিয়ে না কি কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত জানা গেল বাংলার দিদি আসছেন দিদি নাম্বার ওয়ানে। সেই পর্ব ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আড়াই ঘণ্টা ধরে শুট হয়। টেলিকাস্ট হবে ৩ মার্চ। এরপরেই ফের জল্পনা রাজনৈতিক মহলে। এবার লোকসভা ভোটে তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’। উল্টে তিনি জানিয়েছে, এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তৃণমূল সুপ্রিমো। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ‘দিদি নাম্বার ওয়ান’ এপিসোড সম্প্রচারের আগেই অন্য জল্পনা রাজনৈতিক মহলে।



Previous articleবাংলাদেশের অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা!
Next articleবয়স ভাড়ানোর অভিযোগে অনুর্ধ্ব-১৭ আইলিগ থেকে নির্বাসিত হল ইস্টবেঙ্গল : সুত্র