Sunday, November 9, 2025

এবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করবে সিআরপিএফ! নির্বাচনের আগেই ঘোষণা কমিশনের

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। আর সেকারণেই শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর, ভোটের আগে দু’দফায় রাজ্যে মোট ১৫০ কোম্পানি বাহিনী (Central Force) এসে পৌঁছবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য কলকাতার (Kolkata) বহু স্কুল চিহ্নিত করেছে কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষামহল। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশনের ভোট বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কেন গাজোয়ারি করে এত বাহিনী পাঠাল প্রশ্ন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে নির্বাচন কমিশনের সাফাই এই প্রথমবার স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করার কাজে লাগানো হবে সিআরপিএফকে। তাই আগেভাগে তাঁদের কলকাতা-সহ একাধিক জায়গায় পাঠানো হয়েছে। পাশাপাশি এবারের ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও লাগাতে চাইছে কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে পাঠানো নির্বাচন সংক্রান্ত চিঠিতে একথা জানানো হয়েছে। এছাড়া ভোটের জন্য জেলায় জেলায় গঠিত ইন্টেলিজেন্স কমিটিতে ইডির প্রতিনিধি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কোথায় কত বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, সেই তালিকা বিন্যাসও চূড়ান্ত করবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। জানা যাচ্ছে, বাংলার ভোটে এবারে মোট প্রায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে কমিশন।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version