Sunday, May 4, 2025

সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ শুরু করল শিকাগোর বিদেশমন্ত্রকের ভারতীয় দফতর। আমেরিকার পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার পাশাপাশি তাদের তদন্ত প্রক্রিয়ার ওপরও নজরদারি শুরু করা হল কনসুলেটের তরফে। শিল্পীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে। যদিও গত দুমাসে আমেরিকায় প্রায় ১০জন ভারতীয় নাগরিকের মৃত্যু হলেও আততায়ীদের বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রয়াত শিল্পীর বন্ধু দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তার আগে পরিবারের ছেলের মৃত্যুর খবর শুনে স্মম্ভিত কাকা-কাকিমা সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁরা ভাইপোর দেহ ফেরতের দাবি জানান। কিন্তু তাতে খুব বেশি অগ্রগতি সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিদেশমন্ত্রক নড়েচড়ে বসে। আগেও আমেরিকায় নিখোঁজ সন্তানের খোঁজ পেতে তাঁর মা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাতেই সতর্ক হয়ে সেই যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রয়াত অমরনাথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। ভারতীয় কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার পুলিশের তদন্তে ও ফরেনসিক বিষয়ে নজর রাখছে কনসুলেট। সেই সঙ্গে প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version