Thursday, August 28, 2025

সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ শুরু করল শিকাগোর বিদেশমন্ত্রকের ভারতীয় দফতর। আমেরিকার পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার পাশাপাশি তাদের তদন্ত প্রক্রিয়ার ওপরও নজরদারি শুরু করা হল কনসুলেটের তরফে। শিল্পীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে। যদিও গত দুমাসে আমেরিকায় প্রায় ১০জন ভারতীয় নাগরিকের মৃত্যু হলেও আততায়ীদের বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রয়াত শিল্পীর বন্ধু দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তার আগে পরিবারের ছেলের মৃত্যুর খবর শুনে স্মম্ভিত কাকা-কাকিমা সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁরা ভাইপোর দেহ ফেরতের দাবি জানান। কিন্তু তাতে খুব বেশি অগ্রগতি সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিদেশমন্ত্রক নড়েচড়ে বসে। আগেও আমেরিকায় নিখোঁজ সন্তানের খোঁজ পেতে তাঁর মা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাতেই সতর্ক হয়ে সেই যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রয়াত অমরনাথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। ভারতীয় কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার পুলিশের তদন্তে ও ফরেনসিক বিষয়ে নজর রাখছে কনসুলেট। সেই সঙ্গে প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version