Monday, November 17, 2025

ভরাডুবি বুঝেই কুৎসা ছড়াচ্ছেন মোদি! প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা তোপ দাগলেন কুণাল

Date:

বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দুদিনের সফর ও মন্তব্য নিয়ে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার, কৃষ্ণনগরের সভায় রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। তার কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁকে ধুয়ে দেন কুণাল। তাঁর কথায়, CAA-র কুমিরছানা দেখিয়ে বাংলায় কুৎসার রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী।

কুণাল ঘোষের (Kunal Ghosh) মতে, মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য-বস্ত্র-বাসস্থানের বিষয়ে কোনও দিশা দেখাতে পারছেন না মোদি। দিশাহীন ভাষণে শুধু বাংলা নিয়ে কুৎসা ছড়াচ্ছেন। ১০০ দিনের কাজ করিয়ে বাংলার গরিব মানুষকে বঞ্চনা করেছে কেন্দ্র। কেন? সে বিষয়ে কোনও কৈফিয়ত দেননি মোদি। আবাস যোজনার টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রধানমন্ত্রীর সফরে সময় বেশ কিছু প্রশ্ন তুলেছে তৃণমূল। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা হয়নি মোদির। ১০০ দিনের কাজে সারাভারতে প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ। একের পর প্রকল্পে দেশের সেরার তালিকায় রয়েছে বাংলার নাম। অথচ কেন্দ্রীয় প্রকল্পের টাকায় তাকেই বঞ্চিত করছে মোদি সরকার। টাকা না দেওয়া নিয়ে বাংলার মানুষকে কেন কৈফিয়ৎ দিচ্ছেন না প্রধানমন্ত্রী!

প্রাক্তন সাংসদ কুণালের কথায়, নরেন্দ্র মোদিরা স্পষ্ট জানেন লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে এঁটে উঠতে না পেরে কুৎসা ছড়াচ্ছে গেরুয়া শিবির। কিন্তু উন্নয়নের পাল্টা প্রতিহিংসার রাজধানীতে ভরা ডুবি হবে। তোপ দেগে কুণাল বলেন, সন্দেশখালি নিয়ে এত কথা বলছেন মোদি, অথচ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের গেট খুলে ছেড়ে দিয়েছিল বিজেপি- সেকথা তাঁর মনে পড়ল না! উন্নাও, হাথরসের কথা মনে পড়ে না! এতদিন হল প্রধানমন্ত্রী মনিপুরে গেলেন না। অথচ বাংলায় এসে হিংসা ছাড়াচ্ছেন- অভিযোগ কুণালের।




Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version