Monday, November 3, 2025

কৃষ্ণনগরে ১৫ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্প ঘোষণা প্রধানন্ত্রীর

Date:

Share post:

লোকসভার আগে দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় সমাবেশ করছেন তিনি। গতকাল, শুক্রবার আরামবাগের সরকারি কর্মসূচি থেকে বাংলার জন্য বিভিন্ন প্রকল্পে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেন। আজ শনিবার দ্বিতীয় দিন কৃষ্ণনগর থেকে ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করকেন। সবমিলিয়ে দুদিনে মোট ২২ হাজার প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন সকালে সরকারি প্রকল্পের উদ্বোধনের পর মোদি বলেন, “বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।”

শুক্রবার আরামবাগের কর্মসূচি সেরে রাতে কলকাতার রাভবনে ছিলেন তিনি। সেখান থেকে সেনা বাহিনীর বিশেষ বিমানে কৃষ্ণনগর আসেন প্রধান মন্ত্রী। সকাল ১০.৪০ মিনিটে কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মোদি। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ আরও অনেকে।

যে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন মোদি, তা বাংলায় পড়ে শোনান শান্তনু ঠাকুর। মোট ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। তার মধ্যে আছে, ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন।

এরপর সরকারি সভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হুড খোলা গাড়িতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় জনসভায় যোগ দেন মোদি। হুড খোলা গাড়িতে মোদির সঙ্গে ছিলেন ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – কৃষ্ণনগরে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...