সরকারি ও দলীয় কর্মসূচিতে আজ কৃষ্ণনগরে মোদি

শুক্রবার আরামবাগের পর আজ, শনিবার কৃষ্ণনগরে (Krishnanagar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভা। রাজভবন থেকে হেলিকপ্টারে সকাল সাড়ে দশটা নাগাদ মোদি পৌঁছে যাবেন কৃষ্ণনগর (Krishnanagar)। সেখানে তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে কৃষ্ণনগর হেলিপ্যাড থেকে আকাশপথে পানাগড় রওনা দেবেন তিনি। পরে পানাগড় থেকে দুপুর ১টা নাগাদ রওনা হবেন গয়ার উদ্দেশে।

আগামী ৬ মার্চ ফের কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রীর। ওইদিনই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের আনুষ্ঠানিক সূচনা করার কথা তাঁর। এখন থেকেই সাজ সাজ রব মেট্রোয়। এদিন পার্ক স্ট্রিটে মেট্রো ভবন খালি করে কর্মীদের এনে গঙ্গার নীচের সফরের মহড়া দেয় মেট্রো কর্তৃপক্ষ।

 

Previous articleআজকের দিনে কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক
Next articleসোমবার থেকে ফের রাজ্যে বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? সাফ জানাল হাওয়া অফিস