জীবনের সেরা আইপিএল গুজরাতের হয়ে ট্রফি জয় নয়, অন্য কিছুকে বেছে নিলেন হার্দিক

আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক এই নিয়ে বলেন, ‘‘সেই মরশুমটা দারুণ ছিল। সেই মরশুমের জন্যই এখন আমি এই জায়গায়

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই আইপিএল শুরুর আগে চর্চায় ছিলো গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। ২০২৪ আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেবেন তিনি। একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক। তবে আইপিএলে আবার মাঠে ফিরবেন তিনি । তার আগে জানালেন আইপিএলের কোনটি তাঁর জীবনের সেরা বছর। তবে হার্দিকের আইপিএলের সেরা বছরে স্থান পেল না ২০২২ সালে গুজরাত টাইন্সের হয়ে আইপিএল জয়। স্থান পেল ২০১৫ আইপিএল। সেবারই আইপিএলে প্রথম খেলেন হার্দিক। প্রথম বছরেই মুম্বইয়ের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি।

আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক এই নিয়ে বলেন, ‘‘সেই মরশুমটা দারুণ ছিল। সেই মরশুমের জন্যই এখন আমি এই জায়গায় আসতে পেরেছি। সে বারের মরশুমটা মুম্বইয়ের ছিল। আমি ভাগ্যবান যে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখতে পেরেছিলাম। ব্যক্তিগত ভাবে সেরা প্রাপ্তি ছিল মরণ-বাঁচন পরিস্থিতিতে দুটো ম্যাচের সেরা ক্রিকেটার হতে পারা। সেটাই আমার জীবনের সেরা বছর। সেখান থেকেই আমার ক্রিকেট যাত্রা শুরু। গুজরাত থেকে যাওয়া সেই ছেলেটা নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে।“

আরও পড়ুন- এটাই কি ধোনির শেষ আইপিএল ? কী বললেন মাহির কাছের বন্ধু

Previous articleরাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছেন রাজনৈতিক নেতৃত্ব?
Next articleপাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ