মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত ঘিরে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মানিকজোড় গ্রামের ধানজমি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ভূপতিনগর থানার পুলিশ আনুমানিক ১৭ কেজি বোমার মশলা উদ্ধার করেছে। এছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের ধান জমির মধ্যে থাকা একটি স্যালো থেকে এই বাজি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি অগ্নি নির্বাপণ যন্ত্রও পুলিশ উদ্ধার করেছে।

পুলিসের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বারুদ থেকে বেশ কয়েকশো বোমা তৈরি হতে পারত । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জেলা সফরের আগে ২০২২ সালের ২ ডিসেম্বর রাতে এই ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিন তৃণমূল কর্মীর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগে সেই ভূপতিনগর থেকেই বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তমলুকের নিমতৌড়িতে ১১৬ বি জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের পাঁচিল ঘেরা মাঠেই প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তমলুকের ওই প্রশাসনিক ভবন চত্বর।

 

Previous articleমতুয়া মহাসঙ্ঘের তহবিলে ‘অবৈধ’ ভাবে জমা কোটি টাকা! উৎস নিয়ে গৃহযুদ্ধের পরিস্থিতি
Next articleবিরাটের জায়গায় কেন রোহিতকে অধিনায়ক করা হয়েছিল ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়