পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে সিপিএমের কালো দিনের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, লালগড়ের মানুষ ভয়ে থাকত। আজকে সবাই হাসছে। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর কী চাই। মমতার কথায়, CPM-এর হার্মাদরা এখন BJP-র গদ্দার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম কী করেনি। সবাইকে ভয়ের মধ্যে রেখেছিল। কেউ কথা বলতে পারত না। আজকে সেই সিপিএমের হার্মাদরাই বিজেপির গদ্দার হয়েছে। এদের বিশ্বাস করবেন না।“ এরপরেই সেই কালোদিনের কথা স্মরণ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “একটা সময়ে জঙ্গলমহল ভয়ে থাকত। কেশপুরে সিপিএম সাত জনকে খুন করেছিল। চমকাইতলায় অজিত পাঁজাকে ঘিরে নিয়েছিল সিপিএম। লালগড়ের জঙ্গলে আমার গাড়ি চার ঘণ্টা আটকে রেখেছিল।“ একই সঙ্গে তিনি জানান, বিরোধী দলনেত্রী থাকার সময় চমকাইতলায় দেখেছি মাইক আনতে দেয়নি সিপিএম। হলদিয়া ডেকরেটর অ্যালাও করেনি। কলকাতা থেকে সব আয়োজন করে নিয়ে গিয়ে সভা করতে হয়। মুখ্যমন্ত্রী কথায়, লালগড়ের মানুষ ভয়ে থাকত। আজকে সবাই হাসছে। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর কী চাই।

মমতার কথায়, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপি গদ্দার। খড়গপুরে নাম না করে বিজেপির নেতাকে তোপ দেগেছেন, ‘‘একটা জলের লাইন কাটলে, একটা বিদ্যুতের লাইন কাটলে, একটা উচ্ছেদ হলে আমরা দেখিয়ে দেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা ঘাসটাকে রক্ষা করি।’’