১০ মার্চ শহরে মেগা ডার্বি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই ম্যাচের আগে বেশ চর্চায় ডার্বির টিকিট। আইএসএলের ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। আর এই ম্যাচের টিকিটের ওপর দু’রকমের দাম রাখা হয়। ডার্বির টিকিটের দাম নিয়ে অসুন্তুষ্ট মোহনবাগান কর্তারা। আর তাই এই ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। ডার্বি বয়কটের সিদ্ধান্ত নেন তারা। রবিবারের যুবভারতীতে মাঠে যাবেন না বলে স্থির করেছেন তাঁরা। সেই মর্মে প্রেস বিজ্ঞপ্তি করেও জানিয়ে দেওয়া হয় এদিন। আর এবার টিকিটের বৈষম্য নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি ব্যক্তিগত ভাবে সকল ফুটবলপ্রেমীর কাছে দুঃখপ্রকাশ করেন ।

এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, “ টিকিটের দামের এই যে তারতম্য এটা সঠিক হয়নি বলেই আমার প্রাথমিক ধারণা। ক্রীড়ামন্ত্রী আমাকে গোটা বিষয়টা জানানোর পরে আমি বিভিন্ন জায়গায় কথা বলি। কিন্তু তারাও অনেকটা এগিয়ে গিয়েছেন। এখন পিছিয়ে আসা সম্ভব নয়। আমি অনুরোধ করেছি আগামিদিনে যেন এরকম বৈষম্য না ঘটে। আমি ব্যক্তিগত ভাবে সকল ফুটবলপ্রেমীর কাছে দুঃখপ্রকাশ করছি। টিকিটের দাম এক রাখতে পারলে ভালো হত। আমি নিজেও খুশি হতাম।“
টিকিটের বৈষমাই নিয়ে এদিন বাগান ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মোহনবাগান কর্তারা ক্লাবে ডার্বির টিকিট বিক্রি করবেন না, কিনবেনও না। সমর্থকদের সঙ্গে যে বঞ্চনা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে কলুষিত করেছে ইস্টবেঙ্গল। একটা ম্যাচের টিকিটের দুরকমের দাম– বিশ্বের কোনও প্রান্তে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এবারের কলকাতা ডার্বিতেই সেই নজিরবিহীন ঘটনা ঘটছে। যার তীব্র নিন্দা করেছেন মোহনবাগান কর্তারা। সুন্দর খেলাটা কলঙ্কিত হল ইস্টবেঙ্গলের আচরণের জন্য। আমাদের ক্লাবের অসংখ্য সদস্য এবং সমর্থকদের আবেগকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে, তাদের আবেগকে আহত করা হয়েছে। ইস্টবেঙ্গলের এহেন অখেলোয়াড়োচিত আচরণের নিন্দা করছে মোহনবাগান। ডার্বির মতো বড় ম্যাচের দিকেই তাকিয়ে থাকেন দুই দলের সমর্থকরা। এই ম্যাচের অপেক্ষায় দিন গোনেন দুই দলের লক্ষ-লক্ষ ভক্ত-অনুরাগী। সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে এতটা তারতম্য।

আরও পড়ুন- পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন যশস্বী , টপকে গেলেন বিরাট কোহলিকে
