Tuesday, August 26, 2025

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, দাপট ভারতের, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫

Date:

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় আজ ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। আর প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। প্রথম ইনিংসে ২১৮ রান করে ইংল্যান্ড। এই ম্যাচে খেলতে নেমে বল হাতে দাপট ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ইংরেজদের হয়ে একা লড়াই করেন জ্যাক ক্রোলি। ৭৯ রান করেন তিনি। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড দল। ইংরেজদের হয়ে ৭৯ রান করেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রোলি। ২৭ রান করেন ডুকেট। ১১ রান করেন ওলি পপ । ২৬ রান করেন জো রুট। ২৯ রান করেন জনি ব্রিস্টো। শূন্যরান করেন অধিনায়ক বেন স্টোকস। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট দেখান কুলদীপ-অশ্বিন। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রান করেন যশস্বী। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। প্রথম ইনিংসে ৮৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের হয়ে একটি উইকেট নেন শোয়েব বাসির।

এদিকে এই ম্যাচে খেলতে নেমে বিশেষ সম্মান দেওয়া হয় টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন অশ্বিন। আজ ধর্মশালায় শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন অশ্বিন। আর তাই এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন- আইপিএল-এর আগে বিশেষ প্রস্তুতি রাহুলের, নিজেই দিলেন ছবি


Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version