Saturday, January 10, 2026

কথা রাখেননি অমিত শাহ, জোরালো হচ্ছে নাগাল্যান্ডের আন্দোলন

Date:

Share post:

মণিপুরের পর নাগাল্যান্ডও প্রমাণ করে দিচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনা। বিধানসভা ভোটের আগে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পরও তা নিয়ে নীরব হয়ে যাওয়ায় এবার আন্দোলনের পথে পূর্ব নাগাল্যান্ডের (Nagaland) জনজাতি গোষ্ঠীগুলি। শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ENPO)। বনধ শেষে পরবর্তী পরিকল্পনা স্থির করার সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রয়োজনে ২০২৪ লোকসভা নির্বাচন বয়কট করার পথেও যেতে পারেন তাঁরা।

২০২৩ বিধানসভা নির্বাচনের আগে নাগাল্যান্ডে প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ব নাগাল্যান্ডের জেলাগুলি নিয়ে পৃথক রাজ্য – ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি (FNT), তৈরি হবে। ইএনপিও-কে পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলা – কিফিরে, লংলেং, মোন, নোকলক, শামাতোর ও তুয়েনসাং নিয়ে পৃথক রাজ্য় গড়ার প্রস্তাব দেওয়া হয়। পৃথক প্রশাসন, আইন, বিচার ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। তার জন্য এক বছরের মধ্যে মৌ (MoS) সাক্ষর হওয়ার কথাও বলা হয়। কিন্তু এপর্যন্ত তা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র সরকার।

প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দেয় ইএনপিও। তাঁদের সঙ্গে রয়েছে ছাং জনজাতির দুটি সংগঠনও। এরপর পাবলিক এমার্জেন্সির (Public Emergency) পথেও যেতে পারে জনজাতি গোষ্ঠীগুলি। এফএনটি তৈরি হবে এই প্রতিশ্রুতিতে লোকসভা ভোট বয়কটের দাবি থেকে সরে এসেছিল সাতটি জনজাতি গোষ্ঠী। তবে এবার সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যে লোকসভা ভোটের দিকে তাকিয়ে ত্রিপুরায় তিপ্রামথার (Tipra Motha) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই পুরোনো বামেদের জোট ছেড়ে এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়েছে তিপ্রামথা। এবার বিজেপিকে চাপ দিয়ে লোকসভা ভোটের আগে নিজেদের দাবি আদায়ের পথে এগোচ্ছে ইএনপিও।

spot_img

Related articles

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...