টিম ইন্ডিয়ার হয়ে শতরান রোহিত-শুভমনের, দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক

প্রথম দিন রোহিত অপরাজিত ছিলেন ৫২ রানে। আর শুভমান ছিলেন ২৬ রানে। এদিন দুই ব্যাটারই আক্রমণাত্মক মেজাজে খেললেন।

0
1

গতকাল থেকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর প্রথম দিন থেকেই ইংরেজদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। ১০৩ রান করেন রোহিত শর্মা। আর রোহিত শতরান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিত ছুঁয়ে ফেলেন দলের কোচ রাহুল দ্রাবিড়কে।

প্রথম দিন রোহিত অপরাজিত ছিলেন ৫২ রানে। আর শুভমান ছিলেন ২৬ রানে। এদিন দুই ব্যাটারই আক্রমণাত্মক মেজাজে খেললেন।মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে আগে মাত্র কয়েক বলের ব্যবধানে শতরান করেন দুই ব্যাটার।আর এই শতরানের সুবাদে রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম শতরান। শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর । অপরদিকে গিলের কেরিয়ারের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এদিন ধরমশালা স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারের বাবাও উপস্থিত ছিলেন। তবে শেষমেষ ১১০ রানে শেষ হয় শুভমনের ইনিংস। ইনিংস সাজান ১২ টা চার ৫টি ছক্কা দিয়ে। অপরদিকে রোহিত থামেন ১০৩ রানে । ১৩টি চার ৩ টি ছক্কা দিয়ে।

পঞ্চম টেস্টে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া । এই কপি লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৩৩৭ রান।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস