Sunday, May 4, 2025

আগামিকাল বড় ম্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ফিরতি ডার্বির আগে চাপমুক্ত থাকার চেষ্টায় দুই প্রধান। মোহনবাগান শেষ ছ’টি ম্যাচে অপরাজিত থেকে লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আন্তোনিও লোপেজ হাবাসের দল রয়েছে তিন নম্বরে। অন্যদিকে, পরের পর ম্যাচে হেরে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ দুই ম্যাচ হেরে ডার্বিতে মর্যাদার যুদ্ধে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব দু’দিন আগে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গলের প্লে-অফ অঙ্ক আরও কঠিন। তারা দশ নম্বরে নেমে গিয়েছে। ১৮ পয়েন্ট তাদের।

বৃহস্পতিবার গোয়া থেকে শহরে ফেরার পর শুক্রবার ডার্বির প্রস্তুতি শুরু করে ইস্টবেঙ্গল। সকালে হালকা অনুশীলন করে দল। রাইট ব্যাক মহম্মদ রাকিপকে কার্ড সমস্যার জন্য বড় ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। আর কারও অবশ্য চোট সমস্যা নেই। গোয়া ম্যাচে সাউল ক্রেসপোকে স্কোয়াডে রাখা হলেও তাঁকে খেলাননি কুয়াদ্রাত। ক্রেসপো ফিট। ডার্বিতে মাঝমাঠের শক্তি বাড়াতে স্প্যানিশ মিডিওকে ফেরাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।

পরপর ম্যাচ খেলায় ফুটবলাররা ক্লান্ত। সুপার কাপ জয়ের পর দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। কুয়াদ্রাত মনে করছেন, তাঁর দলের ফুটবলাররা ক্লান্তির কারণেই টানা ম্যাচ খেলার ধকল নিতে পারছেন না। তাই ডার্বির আগে শারীরিক ও মানসিকভাবে ফুটবলারদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কোচ। চলতি মরশুমে মোহনবাগানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছেন ক্লেটন সিলভারা। এটাই মর্যাদার ম্যাচের আগে মনোবল বাড়াচ্ছে লাল-হলুদ শিবিরে। লড়াকু ফুটবল খেলেই আরও একবার ডার্বি জিতে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল। তাই মহারণের আগে সতর্ক নন্দকুমাররা।

সবুজ-মেরুন শিবির অবশ্য খোশমেজাজে। একটু অস্বস্তি ব্রেন্ডন হামিলকে নিয়ে। মাসল পুল থাকায় শুক্রবার হালকা অনুশীলন করেন অস্ট্রেলীয় ডিফেন্ডার। আশিস রাই অবশ্য চোট সারিয়ে অনুশীলন করছেন। ফিট সাহাল আব্দুল সামাদ। হামিলকে দেখার আরও একটা দিন সময় পাবেন হাবাস। তবে আনোয়ার আলি, শুভাশিস বোসরা রয়েছেন। চিন্তা নেই সবুজ-মেরুনের।

আরও পড়ুন- সিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version