Thursday, December 4, 2025

এপ্রিলে কেন্দ্র না দিলে ১ মে থেকে আবাসের টাকাও দেবে রাজ্য, ব্রিগেডে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজ্যের শাসকদলকে বারবার মিথ্যা অপবাদ দিয়েছেন আবাস যোজনার ঘর নিয়ে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কতটা মিথ্যা প্রচারে মানুষকে ভুল বোঝাচ্ছেন তার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন বাংলার মানুষকে মাথার ওপরে ছাদ তৃণমূল পরিচালিত সরকারই দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “২০২১-২২ অর্থবর্ষ থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র সরকার। না দিয়েই বলছে খেয়ে ফেলেছে। মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথা শুনে। মোদিবাবুকে বলব তথ্যটা যাচাই করে নিন।”

এরপরই তিনি আবাস যোজনায় বাংলার বঞ্চনার আসল ছবিটা তুলে ধরেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “কেন্দ্র দিয়েছে ২৯ হাজার কোটি, আমরা দিয়েছি ২০ হাজার কোটি। আমরা ৪৩ হাজার বাড়ি তৈরি করে দিয়েছিলাম। তারপর দু বছর ধরে বাড়ির টাকা এক পয়সাও দেননি। ১১ লক্ষ মানুষকে দেবে বলে স্ক্রুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি ১ মে-র মধ্যে বাড়ি না দেয় ১১লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব। আমাদের সরকার গরিব মানুষের জন্য তৈরি করবে।”

সেই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আবাসের বাড়ি নিয়ে রাজ্যের বিজেপি সাংসদদের আসল চেহারাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “১৮টা সিটে বিজেপি জিতেছিল। কী করেছে? বাংলার মানুষ ১৮ এমপি জিতিয়েছিল। তারপর থেকে অত্যাচার শুরু করেছে। সব বন্ধ করে দিয়েছে বাংলার।”

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...