ধোনির পর কে যোগ্য অধিনায়ক চেন্নাইয়ের? জানালেন এই প্রাক্তন ক্রিকেটার

এই নিয়ে রায়ডু বলেন, “ রোহিত শর্মা আরও ৫-৬ বছর আইপিএল খেলতেই পারে। যেকোনও দলকেই নেতৃত্ব দিতে পারে রোহিত।

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই ম্যাচের আগে একটাই প্রশ্ন চেন্নাই অনুরাগীদের মধ্যে যে, এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ? ধোনি সরে যাওয়ার পর কে সামলাবেন চেন্নাইয়ের নেতৃত্ব? এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডু। রায়ডুর মতে ধোনির পর ওই জায়গা একমাত্র সামলাতে পারবেন রোহিত শর্মা।

এই নিয়ে রায়ডু বলেন, “ রোহিত শর্মা আরও ৫-৬ বছর আইপিএল খেলতেই পারে। যেকোনও দলকেই নেতৃত্ব দিতে পারে রোহিত। আমি ব্যক্তিগত ভাবে চাই রোহিত শর্মা ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলুক। ধোনি অবসর নিলে রোহিত সিএসকে-কে নেতৃত্ব দিতেই পারে ।”

মুম্বই ইন্ডিয়ান্সের নব্য অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। রায়ডুর মতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া কঠিন হবে হার্দিকের পক্ষে। কারণ গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের সেট আপে পার্থক্য রয়েছে। রায়ডুর মতে, হার্দিকের উচিত ছিল মুম্বইয়ের হয়ে এক বছর খেলা। তার পরে দলকে নেতৃত্ব দেওয়া।

আরও পড়ুন- আইপিএলে কি খেলবেন SKY? নিজেই জানালেন সেকথা


Previous articleমঙ্গলে উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তরবঙ্গ: সফরে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর
Next articleব্লু প্রিন্ট তৈরি, আইনি বৈধতা মিললেই শুরু হবে নিয়োগ: শিক্ষামন্ত্রী