Wednesday, November 5, 2025

TMC-র বিরুদ্ধে অ্যালকেমিস্ট-‘চক্রান্ত’ ED-র! ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুনকে প্রশ্ন করুন: খোঁচা কুণালের

Date:

Share post:

লোকসভা নির্বাচন এগিয়ে এলেই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা বেড়ে যায় বিজেপির। সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি পোস্টে জানানো হয়, দিল্লির আঞ্চলিক দফতর তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র কটাক্ষ করে বলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।

এদিন বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের এক্স হ্যান্ডেলে (X Handle) লেখে, তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে তদন্তের সূত্রেই ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে লেনদেন হওয়া টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে।

এর প্রেক্ষিতে কুণালকে (Kunal Ghosh) প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যালকেমিস্ট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই বিষয়ে কাকে কী টাকা দেওয়া হয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন। তদন্তকারী সংস্থার উচিৎ এই বিষয়ে বিজেপি নেতা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা।

ED অভিযোগ, ২০১৪ সালের ভোট প্রচারের সময় অ্য়ালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু প্রচারের বিল মেটানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, অ্যালকেমিস্ট গ্রুপের যত টাকা লেনদেন নিয়ে অভিযোগ উঠছে, তার মধ্যে এই পরিমাণ খুব সামান্য। তাহলে বাকি টাকা কাদের সঙ্গে লেনদেন হয়েছে, সেটা জানানো হচ্ছে না কেন? কেন ইডি বেছে বেছে শুধু তৃণমূলের কথাই ফলাও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করছে? এইসব নিয়ে অবশ্য কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...