Friday, January 16, 2026

TMC-র বিরুদ্ধে অ্যালকেমিস্ট-‘চক্রান্ত’ ED-র! ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুনকে প্রশ্ন করুন: খোঁচা কুণালের

Date:

Share post:

লোকসভা নির্বাচন এগিয়ে এলেই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা বেড়ে যায় বিজেপির। সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি পোস্টে জানানো হয়, দিল্লির আঞ্চলিক দফতর তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র কটাক্ষ করে বলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।

এদিন বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের এক্স হ্যান্ডেলে (X Handle) লেখে, তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে তদন্তের সূত্রেই ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে লেনদেন হওয়া টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে।

এর প্রেক্ষিতে কুণালকে (Kunal Ghosh) প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যালকেমিস্ট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই বিষয়ে কাকে কী টাকা দেওয়া হয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন। তদন্তকারী সংস্থার উচিৎ এই বিষয়ে বিজেপি নেতা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা।

ED অভিযোগ, ২০১৪ সালের ভোট প্রচারের সময় অ্য়ালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু প্রচারের বিল মেটানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, অ্যালকেমিস্ট গ্রুপের যত টাকা লেনদেন নিয়ে অভিযোগ উঠছে, তার মধ্যে এই পরিমাণ খুব সামান্য। তাহলে বাকি টাকা কাদের সঙ্গে লেনদেন হয়েছে, সেটা জানানো হচ্ছে না কেন? কেন ইডি বেছে বেছে শুধু তৃণমূলের কথাই ফলাও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করছে? এইসব নিয়ে অবশ্য কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...