Friday, November 14, 2025

প্রতিপক্ষ হেভিওয়েট হলেও চেনা মাটিতে ল.ড়াই জমিয়ে দিলেন জুন

Date:

Share post:

এবার মেদনীপুর কেন্দ্রে অভিনেত্রী জুন মালিয়াকে লোকসভা ভোটের লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লড়াই খুব সহজ হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে ফের এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোট রাজনীতিতে দিলীপ ঘোষের সাফল্যের খতিয়ান একশোয় একশো। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই দিলীপ ঘোষ খড়গপুর (সদর) কেন্দ্র থেকে পরাজিত করেছিলেন কংগ্রেসের “অপরাজেয়” জ্ঞানপাল সোহন সিংকে। এরপর বিধায়কের মেয়াদ পূর্ণ করার আগেই বিজেপি দিলীপ ঘোষকে ২০১৯ লোকসভা ভোটে মেদনীপুর কেন্দ্র থেকে দাঁড় করায়। সেবার তিনি তৃণমূল প্রার্থী বর্ষীয়ান মানস ভূইয়াকে পরাস্ত করেন। সেই হেভিওয়েট দিলীপ ঘোষকেই এবার চ্যালেঞ্জ জানাতে নেমেছেন তৃণমূলের জুন।

তবে জুনও কম যান না। সংসদীয় রাজনীতিতে তাঁরও অভিজ্ঞতা হয়েছে। ২০২১ বিধানসভা ভোটে মেদনীপুর আসন থেকে তৃণমূলের প্রতীকে প্রথমবারের জন্য দাঁড়িয়ে জিতে সকলকে চমকে দিয়েছিলেন জুন। তাই ছোট মাঠের সাফল্যকে পাথেয় করে এবার বড় ময়দানে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূলের এই তারকা প্রার্থী।

রবিবার ব্রিগেডের ময়দানে নাম ঘোষণার হওয়ার পর সোমবার থেকেই প্রচার শুরু করে দিয়েছেন জুন। প্রতিপক্ষ হেভিওয়েট হলেও চেনা মাঠ জুনের কাছেও। তাঁর জন্ম যদিও কলকাতায় হয়েছে, তিনি কিন্তু মহিষাদল রাজপরিবারের মেয়ে, মনে করিয়েছেন জুন।

জুন বলেন, “মেদিনীপুরের সঙ্গে আমার টান আছে, সেটা আপনারা সকলেই জানেন।” গতবার এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপি, দলের স্থানীয় নেতা কর্মীদের সে কথা স্মরণ করিয়ে জুন বলেন, “২০১৯ এ যা হয়েছে, ২০২৪-এ সেই ছবি আমরা বদলে দেবো। এবার আমরাই জিতব। বেশি দিন হয়তো সময় পাব না আর। প্রথম দফায় হয়তো হবে এখানের ভোট। তাই প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

spot_img

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...