ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে রদবদল! সভাপতি পদে নির্বাচিত গৌতম পাল

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (Indian Science Congress) সভাপতি (President) হিসাবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul)। এর আগে একশো বছরেরও বেশি প্রাচীন বিজ্ঞান সংস্থার সভাপতির পদ অলঙ্কৃত করেছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বোস, প্রশান্ত চন্দ্র মহালনবীশ, ডাঃ বিধান চন্দ্র রায়, অসীমা চট্টোপাধ্যায়, পণ্ডিত জওহরলাল নেহরুর মতো বিশিষ্টরা। গৌতম পাল এই পরম্পরায় সর্বশেষ সংযোজন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব সামলানোর আগে কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্ব সামলানোর পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের ডিনের পদও অলংকৃত করেছেন। পাশাপাশি ছাত্র হিসেবেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন গৌতম পাল। পরবর্তীতে ফিজিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওলিজিস্ট-এর সহ সভাপতির মতো বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন তিনি।

Previous article২০০০ ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে! বিজেপি প্রার্থী রথীন প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মমতার
Next articleবহরমপুরেই বিক্ষোভের মুখে অধীর, ভোটের আগে পরিষেবার নামে ফায়দা তুলতে মাঠে