নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেলেন রাচিন রবীন্দ্র

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হেডলি মেডেল জিতলেন রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারই এখন বর্ষসেরা হওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আর মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। এ ছাড়া টেস্টে কেইন উইলিয়ামসন, ওয়ানডেতে ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনার জিতেছেন বর্ষসেরার পুরস্কার।বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রবীন্দ্র নিউজিল্যান্ডের জার্সি প্রথম গায়ে তোলেন ২০২১ সালের নভেম্বরে। তবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি নজর কাড়েন ২০২৩ সালে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ করেন ৫৭৮ রান, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারিতে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন রবীন্দ্র। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ছন্দে ছিলেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে নিজের প্রথম সেঞ্চুরিটি টেনে নেন ২৪০ রান পর্যন্ত, যা নিউজিল্যান্ডের কারও প্রথম সেঞ্চুরির সর্বোচ্চ রান।

মেয়েদের ক্রিকেটে কার সেরা হয়েছেন সীমিত ওভার ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্ষসেরার ডেবি হকলি মেডেলের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। লেগ স্পিনিং অলরাউন্ডার কার ব্যাট হাতে ওয়ানডেতে দলগত সর্বোচ্চ ৫৪১ রান, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫২ রান করেন।

 

Previous articleলেনদেনের কারণেই নিমতায় খুন ব্যবসায়ী: জানালেন পুলিশ কমিশনার, ধৃত ২
Next articleএকাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যও বিশেষ ঘোষণা রাজ্যের! বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের